
দূর্গা পূজার দশমী: পূজার নিয়ম...

আমি তথ্য
দূর্গা পূজা কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতি, আবেগ এবং সামাজিক বন্ধনের এক অনন্য প্রতীক। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজার নানা আচার-অনুষ্ঠানের পর দশমী আসে এক আবেগঘন, বেদনাভরা অথচ আনন্দমিশ্রিত পর্ব হিসেবে। এই দিনেই দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হয়। যদিও বিসর্জন মানে বিদায়, কিন্তু বাঙালির হৃদয়ে এই দিন আনন্দ, ভক্তি এবং ঐক্যের এক বিশেষ উপলক্ষ।
এ...